Monday, July 17, 2017

কে আপনজন
  নন্দা মুখার্জী রায় চৌধুরী

চেনা মানুষ হঠাৎ করেই ,
হয় কেন গো অচেনা ?
একই সাথে উঠাবসা ,
মনে হয় অজানা !

কোন বারতা ছাড়াই যেন -
হঠাৎ পাল্টে যায় ,
একই ছাদের তলায় থেকেও -
হারিয়ে কেন যায় ?

স্মৃতিভ্রংশ মানুষ যেমন ,
পুরোনোকে ভুলে যায় ,
কাছের মানুষ ইচ্ছা করেই ,
ভুলে থাকতে চায় !

হারিয়ে যায় স্বপ্নগুলি ,
ভেঙ্গে যায় মন ,
বুঝা তখন কঠিন হয় ,
কে আসল আপনজন !

 @ নন্দা  17-717 

No comments:

Post a Comment