বন্ধন
নন্দা মুখার্জী রায় চৌধুরী
যতই তুমি কর মানা ,
যেতে তোমার কাছে -
আজও যে হৃদয় তোমার কাছেই ,
বাঁধা পরে আছে !
এমনি করেই বইবে দিন ,
কাটবে কত কাল ,
এ বাঁধন যে কঠিন প্রিয় ,
ছিঁড়বেনা কোন কাল !
চোখের দেখা নাইবা হোল ,
হচ্ছে মনের দেখা ,
যতই দূরে থাকি সখা ,
নইকো মোটেই একা !
সাঙ্গ হবে পুতুল খেলা ,
যাবো যখন চলে ,
এপারে না হয়-ওপারেতেই ,
থাকবো দু'জন মিলে !
@নন্দা 9-7-17 10PM ,,,
নন্দা মুখার্জী রায় চৌধুরী
যতই তুমি কর মানা ,
যেতে তোমার কাছে -
আজও যে হৃদয় তোমার কাছেই ,
বাঁধা পরে আছে !
এমনি করেই বইবে দিন ,
কাটবে কত কাল ,
এ বাঁধন যে কঠিন প্রিয় ,
ছিঁড়বেনা কোন কাল !
চোখের দেখা নাইবা হোল ,
হচ্ছে মনের দেখা ,
যতই দূরে থাকি সখা ,
নইকো মোটেই একা !
সাঙ্গ হবে পুতুল খেলা ,
যাবো যখন চলে ,
এপারে না হয়-ওপারেতেই ,
থাকবো দু'জন মিলে !
@নন্দা 9-7-17 10PM ,,,
No comments:
Post a Comment