বিপন্ন মান
নন্দা মুখার্জী রায় চৌধুরী
স্বাধীন দেশের মানুষ তুমি ,
হতে পেরেছো কি স্বাধীন ?
সন্ধ্যায় পথে বেরোলে তুমি ,
হতে হবে নরপশুর অধীন !
অশান্ত ,উত্তাল আমার দেশ ,
পথেঘাটে পায়না নারী সম্মান ,
এক সমুদ্র রক্তের বিনিময়ে ,
এলোনা আজও নারীর মান ।
নন্দা মুখার্জী রায় চৌধুরী
স্বাধীন দেশের মানুষ তুমি ,
হতে পেরেছো কি স্বাধীন ?
সন্ধ্যায় পথে বেরোলে তুমি ,
হতে হবে নরপশুর অধীন !
অশান্ত ,উত্তাল আমার দেশ ,
পথেঘাটে পায়না নারী সম্মান ,
এক সমুদ্র রক্তের বিনিময়ে ,
এলোনা আজও নারীর মান ।
No comments:
Post a Comment