#অনুগল্প# পরিপূরক
নন্দা মুখার্জী রায় চৌধুরী
মা ,বাবার পছন্দ করা ছেলেকে মেনে নিয়ে দুই পরিবারের মতামতের ভিত্তিতে একসাথে বেরিয়ে বিয়ের মার্কেটিং শুরু করে নিলয় ও সম্পূর্ণা । দু'জনেই অবস্থাপন্ন পরিবারের সন্তান । নিলয় নিজেই গাড়ি নিয়ে এসে সম্পূর্ণাকে নিয়ে মার্কেটিং এ বেরোয় । বিয়ের মাত্র তিনদিন বাকি । সেদিন কেনাকাটা শেষে দুজনে হোটেলে খেয়েদেয়ে সম্পূর্ণাদের বাড়ির উর্দ্যেশ্যে রওনা দেয় । সম্পূর্ণাকে পৌঁছে দিয়ে নিলয় নিজের বাড়ি যাবে । রাতটা একটু বেশিই হয়ে গেছিলো । হঠাৎ একটা বড় লড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ ! ঘটনাস্থলেই নিলয়ের মৃত্যু । সম্পূর্ণাও মারাত্মকভাবে হাসপাতালে একমাস চিকিৎসাধীন থাকার পর বাড়িতে এসে জানতে পারে ,নিলয় সেদিনই মারা গেছে ; যা এতদিন তার বাড়ির লোকেরা নানা অছিলায় তাকে জানায়নি । স্তব্ধ হয়ে যায় সম্পূর্ণা । মাত্র দুমাসের আলাপ । খুব ভালোবেসে ফেলেছিলো উভয় উভয়কে ।
কিছুদিন যেতে না যেতেই সম্পূর্ণা খুব অসুস্থ্য হয়ে পড়ে । ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি তাকে বেশকিছু পরীক্ষা করতে দেন । দুদিনের মাথায় রিপোর্ট দেখে ডাক্তার জানিয়ে দেন সম্পূর্ণার ব্লাড ক্যান্সার হয়েছে । বাড়ির লোকেরা খুব ভেঙ্গে পড়েন । সকলের অলক্ষ্যে সম্পূর্ণা দুহাত কপালে ঠেকিয়ে ঈশ্বরের উর্দ্যেশ্যে বলে ,"ভগবান তুমি আমার ডাক শুনেছ । নিলয় ,আমি আসছি - আর কতদিন অপেক্ষা করো । আমি জানি আমাকে ছেড়ে থাকতে তোমার খুব কষ্ট হচ্ছে ! আমারও ভীষন কষ্ট হচ্ছে । একটু অপেক্ষা করো । খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হবে ।
***নন্দা*** 28.4.17 10-30 PM.
নন্দা মুখার্জী রায় চৌধুরী
মা ,বাবার পছন্দ করা ছেলেকে মেনে নিয়ে দুই পরিবারের মতামতের ভিত্তিতে একসাথে বেরিয়ে বিয়ের মার্কেটিং শুরু করে নিলয় ও সম্পূর্ণা । দু'জনেই অবস্থাপন্ন পরিবারের সন্তান । নিলয় নিজেই গাড়ি নিয়ে এসে সম্পূর্ণাকে নিয়ে মার্কেটিং এ বেরোয় । বিয়ের মাত্র তিনদিন বাকি । সেদিন কেনাকাটা শেষে দুজনে হোটেলে খেয়েদেয়ে সম্পূর্ণাদের বাড়ির উর্দ্যেশ্যে রওনা দেয় । সম্পূর্ণাকে পৌঁছে দিয়ে নিলয় নিজের বাড়ি যাবে । রাতটা একটু বেশিই হয়ে গেছিলো । হঠাৎ একটা বড় লড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ ! ঘটনাস্থলেই নিলয়ের মৃত্যু । সম্পূর্ণাও মারাত্মকভাবে হাসপাতালে একমাস চিকিৎসাধীন থাকার পর বাড়িতে এসে জানতে পারে ,নিলয় সেদিনই মারা গেছে ; যা এতদিন তার বাড়ির লোকেরা নানা অছিলায় তাকে জানায়নি । স্তব্ধ হয়ে যায় সম্পূর্ণা । মাত্র দুমাসের আলাপ । খুব ভালোবেসে ফেলেছিলো উভয় উভয়কে ।
কিছুদিন যেতে না যেতেই সম্পূর্ণা খুব অসুস্থ্য হয়ে পড়ে । ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি তাকে বেশকিছু পরীক্ষা করতে দেন । দুদিনের মাথায় রিপোর্ট দেখে ডাক্তার জানিয়ে দেন সম্পূর্ণার ব্লাড ক্যান্সার হয়েছে । বাড়ির লোকেরা খুব ভেঙ্গে পড়েন । সকলের অলক্ষ্যে সম্পূর্ণা দুহাত কপালে ঠেকিয়ে ঈশ্বরের উর্দ্যেশ্যে বলে ,"ভগবান তুমি আমার ডাক শুনেছ । নিলয় ,আমি আসছি - আর কতদিন অপেক্ষা করো । আমি জানি আমাকে ছেড়ে থাকতে তোমার খুব কষ্ট হচ্ছে ! আমারও ভীষন কষ্ট হচ্ছে । একটু অপেক্ষা করো । খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হবে ।
***নন্দা*** 28.4.17 10-30 PM.
No comments:
Post a Comment