বড়দের আশীর্বাদ
নন্দা মুখার্জী রায় চৌধুরী
পয়লা বৈশাখে বাঙ্গালী সমাজ -
নব আনন্দে মাতে ,
হরেক রকম মিষ্টি ছাড়াও ,
সিন্নী ,পায়েস রাঁধে ।
কৃষকের ঘরে খুশির আমেজ ,
নুতন চালের ভাতের গন্ধ ,
আজ যে সবাই উচ্ছল আনন্দে ,
ঝগড়া ,বিবাদ সব বন্ধ ।
ভোরের আলো ফুটতে না ফুটতে ,
চলে প্রণাম পর্ব -
গুরুজনের আশীর্বাদ নিয়ে ,
ছোটরা হয় যে ধন্য ।
উচচশিক্ষায় শিক্ষিত শহুরে -
জানেনা এ সবের মাহাত্য !
নুতন বছরে বড়দের আশীর্বাদ ,
হয়না কখনো ব্যর্থ ।
****নন্দা**** 15.4.17 10PM
নন্দা মুখার্জী রায় চৌধুরী
পয়লা বৈশাখে বাঙ্গালী সমাজ -
নব আনন্দে মাতে ,
হরেক রকম মিষ্টি ছাড়াও ,
সিন্নী ,পায়েস রাঁধে ।
কৃষকের ঘরে খুশির আমেজ ,
নুতন চালের ভাতের গন্ধ ,
আজ যে সবাই উচ্ছল আনন্দে ,
ঝগড়া ,বিবাদ সব বন্ধ ।
ভোরের আলো ফুটতে না ফুটতে ,
চলে প্রণাম পর্ব -
গুরুজনের আশীর্বাদ নিয়ে ,
ছোটরা হয় যে ধন্য ।
উচচশিক্ষায় শিক্ষিত শহুরে -
জানেনা এ সবের মাহাত্য !
নুতন বছরে বড়দের আশীর্বাদ ,
হয়না কখনো ব্যর্থ ।
****নন্দা**** 15.4.17 10PM
No comments:
Post a Comment