সাগরই জানে
নন্দা মুখার্জী রায় চৌধুরী
সমুদ্রের পার -
হাজার মানুষের কোলাহল ছাপিয়ে -
তার গর্জনই শুধু শোনা যায় ,
বহু প্রতীক্ষিত দু'টি মনের মিলন ;
সমুদ্রের ঢেউগুলি সেভাবেই -
আছড়ে পরে বুকের উপর ,
স্থির থাকতে সে দেয়না ,
তার প্রেমের জোয়ারে ভাসিয়ে নিয়ে যায় ।
সে যখন এসে শরীরে আছড়ে পরে ,
চিরদুখিনীর মুখেও ফুটে ওঠে -
এক অনাবিল হাসি !
সে হাসি ক্ষনিকের হলেও -
সে দুখীকে হাসতে জানে -
আজকের দিনে যা অতি দুর্লভ !
নন্দা 12.04.17 11.45PM. দীঘা
নন্দা মুখার্জী রায় চৌধুরী
সমুদ্রের পার -
হাজার মানুষের কোলাহল ছাপিয়ে -
তার গর্জনই শুধু শোনা যায় ,
বহু প্রতীক্ষিত দু'টি মনের মিলন ;
সমুদ্রের ঢেউগুলি সেভাবেই -
আছড়ে পরে বুকের উপর ,
স্থির থাকতে সে দেয়না ,
তার প্রেমের জোয়ারে ভাসিয়ে নিয়ে যায় ।
সে যখন এসে শরীরে আছড়ে পরে ,
চিরদুখিনীর মুখেও ফুটে ওঠে -
এক অনাবিল হাসি !
সে হাসি ক্ষনিকের হলেও -
সে দুখীকে হাসতে জানে -
আজকের দিনে যা অতি দুর্লভ !
নন্দা 12.04.17 11.45PM. দীঘা
No comments:
Post a Comment