আমার সাথী
নন্দা মুখার্জী রায় চৌধুরী
যখন আমি একলা ঘরে ,
থাকি বসে আপন মনে -
রাতেরবেলা সাথী অন্ধকার ,
দিনের আলোতে বাতাস সঙ্গ দেয় ।
নিঃসঙ্গ আমি নয়কো মোটেই ,
বন্ধু আছে অনেক -
তাদের সাথে একলা আমি ,
মনেমনে কথা বলি বেশ !
সকল বন্ধুর সেরা বন্ধু ,
ছেলেবেলার স্মৃতি -
আসলে পরে সে মনেতে ,
ভুলি এ জীবনের ব্যথাভরা গীতি ।
***নন্দা*** 6.4.17 12.10AM
No comments:
Post a Comment