সবাই মুখোশ পড়া
নন্দা মুখার্জী রায় চৌধুরী
গুচ্ছ গুচ্ছ স্মৃতির মালা -
ঝুলছে যেন গলায় !
দিব্যি আমি বেঁচে আছি ,
সকলের সাথে হাসি মস্করায় !
মনের কষ্ট মনেই আছে ,
জানে না তা কেউ ;
করছি অভিনয় অবিরত সব ,
রাতের আঁধারে বুকে ওঠে ঢেউ ।
নিজের সংসার ,নিজের মানুষ -
করি তবু অভিনয় !
সর্বদা সব মুখোশ পড়া ,
লুকাই কান্না হাসির আড়ালে -
দিইনা কারও কাছে ধরা !
****নন্দা**** 21.4.17 12AM
No comments:
Post a Comment