Tuesday, April 25, 2017

            ভক্তিতেই মুক্তি যখন , এত চড়া রোদে মন্দিরে লাইন দিয়ে অসুস্থ্য হওয়া কেন ? পূর্ণলাভের আশায় পদপিষ্ট হয়ে মরা কেন ? বেশি বেশি টাকা দিয়ে লাইন না দিয়ে দেব ,দেবী দর্শন করলে তাঁরা কি সত্যিই সন্তুষ্ট হন ? ভক্ত প্রহ্লাদ বলেছিলেন ,"তাঁদের অবস্থান সর্বএ"- তাহলে সারাদিন উপবাসী থেকে আমরা মন্দিরেই পূজা দিতে যাই কেন ? বাড়িতেই তো ঠাকুর ঘরে তাঁদের মূর্তি বা ছবি আছে । কোনো বাবা ,মা সন্তান উপবাসী থাকলে খুশি হন কি ?

No comments:

Post a Comment