সবখানেই তুই
নন্দা মুখার্জী রায় চৌধুরী
চেতন ,অবচেতনে -
আসিস কেন ক্ষনে ক্ষনে ?
ভুলতে আমি চাই যে তোকে ,
চাইনা রাখতে মনে ।
তুই তো এখন অনেক সুখী ,
অন্যকে কাছে পেয়ে -
আঁধার ঢেকেছে আমার জীবন ,
তাই স্মৃতি আসে ধেঁয়ে ।
পারবোনা তোকে ভুলতে আমি ,
আছিস যে তুই অন্তরে ;
ভিতর বাহির সবখানেই তুই ,
থাকনা যতই দূরে !
নন্দা 27.4.17 6PM.
নন্দা মুখার্জী রায় চৌধুরী
চেতন ,অবচেতনে -
আসিস কেন ক্ষনে ক্ষনে ?
ভুলতে আমি চাই যে তোকে ,
চাইনা রাখতে মনে ।
তুই তো এখন অনেক সুখী ,
অন্যকে কাছে পেয়ে -
আঁধার ঢেকেছে আমার জীবন ,
তাই স্মৃতি আসে ধেঁয়ে ।
পারবোনা তোকে ভুলতে আমি ,
আছিস যে তুই অন্তরে ;
ভিতর বাহির সবখানেই তুই ,
থাকনা যতই দূরে !
নন্দা 27.4.17 6PM.
No comments:
Post a Comment