Friday, April 7, 2017

কেনো বুকে বাজে
    নন্দা মুখার্জী রায় চৌধুরী
 রাতের আঁধারে ঘুমায় সকলে ,
 ঘুম যে আসেনা আমার ;
 ঘুমের বদলে চোখে ভেসে ওঠে ,
 ফিরে যাই সেই ছেলেবেলা ।
 খুব ভোরে উঠে মাথায় হাত রেখে ,
 বাবা বলতেন ,"মা ওঠ ,
 অফিসের সময় হয়ে যাবে আমার ,
 এবার অঙ্কটা নিয়ে বোস ।"
 ঠাকুর ঘরের ধুপ ধুনোর গন্ধে ,
 ঘুম ভাঙ্গতো যে আমার -
 খোলা চুলে মা দাঁড়িয়ে কাছে ,
 পুজোরফুল মাথায় ছোয়াঁতেন বারবার !
 পাবোনা ফিরে সে সব দিন ,
 ভাবতে তবুও ভালোলাগে ,
 সময় কেনো স্রোতের মত -
 এত তাড়াতাড়ি চলে আগে ?
 হারিয়ে যায় এ দিনগুলি সকলের -
 ছবিগুলি চোখে ভাসে স্পষ্ট ,
 যত্নে থাকে এ স্মৃতিরমালা ,
 হয়না কখনোই অস্পষ্ট ।
***নন্দা***   7.4.17   2AM.

 

No comments:

Post a Comment