Wednesday, April 5, 2017

সুন্দর পৃথিবী
        নন্দা মুখার্জী রায় চৌধুরী
 বিশ্বাস ভেঙ্গেছে বারবার -
 নিজের বিশ্বাসে অটুট থেকে ,
 তাদের বিপদে ছুটেছি ,
 বহুবার- তাদেরই  দ্বার ।
 চাহিদার বেশিটাই দিয়েছি ,
 বিনিময়ে চাইনি কিছুই ,
 তারা আমায় খালি হাতে ফেরায়নি ;
 প্রতিবার আমি যা পেয়ে থাকি ,
 সেটাই আমি পেয়েছি ,
 সেই অপমান আর অপবাদ !
 এখন আর কষ্ট হয়না ,
 জানি এটাই আমার পাওনা -
 পৃথিবীতে নিঃস্বার্থ ভালোবাসা ,
 আর মনুষ্যত্বের দাম ক'জন দিতে পারে ?
***নন্দা***.            5.4.17     10PM.
 

No comments:

Post a Comment