Sunday, April 2, 2017

খোলা চিঠি
    নন্দা মুখার্জী রায় চৌধুরী
তুমি বুঝি বুঝতে পেরেছো ?
আমি তোমায় চিনেছি ?
তাই বুঝি করলে আমায় ব্লক ?
শুধু আমি নই ,সখিরাও আমার অবাক !
আচ্ছা - তুমি নাকি ইয়া বড় শিক্ষিত !
কলেজে নাকি পড়াও ?
সবাই তোমায় সম্মান ,ভক্তি করে !
         তারা কি জানে ?
ফেসবুকে তোমার কুকৃতির কথা !
        ভয় পেয়েছো ?
আসল আই .ডি .ডিএক্টিভেট কেনো ?
ফেকটাতো করেছো বন্ধ ,
আর কটা ফেক খুলেছো ?
        একটু যদি বলো !
         আমি জানি -
কোনো একটি ফেক আই .ডি .দিয়ে -
আমার টাইমলাইনে ঢুকবে ,
        আমি এও জানি -
রাগ তোমার আমার পরে নয় -
তুমি আমার সখীদের ইমেজ নষ্ট করতে চাও !
তুমি আমাকে প্রতিবাদী কবি আখ্যা দিয়েছিলে ,
তাই আমিও তোমার অন্যায়ের প্রতিবাদ করলাম ;
সাবধান হও ,নিজের সম্মান অক্ষুন্ন রাখো ,
রাগকে প্রশ্রয় দিও না -
তুমি মানুষ গড়ার কারিগর !
নিজেকে শুধরে নাও ,
মনেকরো এটা তোমার কাছে লেখা আমার চিঠি -
ঠিক যেমন তুমি আমায় ইনবক্সে লিখেছিলে -
বিনম্র শ্রদ্ধা আর প্রণাম জানিয়ে ;
ঈশ্বর তোমাকে সুবুদ্ধি দিন ।
 নন্দা

No comments:

Post a Comment