দাও শক্তি
নন্দা মুখার্জী রায় চৌধুরী
সাগর ,ঢেউ আর ঝাউ বন ,
তারই মাঝে আমার উদাসী মন ;
স্মৃতি রোমন্থনে সাগরের পাড়ে একাকী ,
কখনো সুখী ,কখনো বা হই দুখী ।
মনের রঙ্গেতে রাঙ্গিয়ে ফেলি ,
কিছু পুরাতন স্মৃতি ,
সুখ ,দুঃখের উপরে গিয়ে -
স্রোত এনে দেয় নুতন দিনের গীতি ।
সমুদ্রের কানে কানে -
শুধু বলি আমি ,
আমাকে দাও- তোমার একটু শক্তি ,
হাজারও কথায় আপন খেয়ালে ,
চলি যেন শতত- হইনা যেন দগ্ধ !
****নন্দা**** 14.4.17 দীঘা
নন্দা মুখার্জী রায় চৌধুরী
সাগর ,ঢেউ আর ঝাউ বন ,
তারই মাঝে আমার উদাসী মন ;
স্মৃতি রোমন্থনে সাগরের পাড়ে একাকী ,
কখনো সুখী ,কখনো বা হই দুখী ।
মনের রঙ্গেতে রাঙ্গিয়ে ফেলি ,
কিছু পুরাতন স্মৃতি ,
সুখ ,দুঃখের উপরে গিয়ে -
স্রোত এনে দেয় নুতন দিনের গীতি ।
সমুদ্রের কানে কানে -
শুধু বলি আমি ,
আমাকে দাও- তোমার একটু শক্তি ,
হাজারও কথায় আপন খেয়ালে ,
চলি যেন শতত- হইনা যেন দগ্ধ !
****নন্দা**** 14.4.17 দীঘা
No comments:
Post a Comment