যেওনা ভুলে
নন্দা মুখার্জী রায় চৌধুরী
তোমাদের সুখে ,
থাকবোনা আর ,
যেতে দাও আমায় -
ডেকোনা বারবার ।
যা কিছু আমার ছিলো পাওনা ,
সবই দিয়েছো আমায় -
আঘাতগুলো রেখে দিয়ে আমি ,
ভালোবাসাটুকু নিয়ে যাই ।
অতীতস্মৃতি মুছে ফেলোনা ,
মনে রেখো কিছু কথা ,
আমার প্রয়োজন ফুরিয়েছে আজ ,
সময়ের সাথে মুছে যাবে মম ব্যথা !
নন্দা 1.4.17 8 PM
নন্দা মুখার্জী রায় চৌধুরী
তোমাদের সুখে ,
থাকবোনা আর ,
যেতে দাও আমায় -
ডেকোনা বারবার ।
যা কিছু আমার ছিলো পাওনা ,
সবই দিয়েছো আমায় -
আঘাতগুলো রেখে দিয়ে আমি ,
ভালোবাসাটুকু নিয়ে যাই ।
অতীতস্মৃতি মুছে ফেলোনা ,
মনে রেখো কিছু কথা ,
আমার প্রয়োজন ফুরিয়েছে আজ ,
সময়ের সাথে মুছে যাবে মম ব্যথা !
নন্দা 1.4.17 8 PM
No comments:
Post a Comment