বদলে গেছি
নন্দা মুখার্জী রায় চৌধুরী
আমি বদলে গেছি ,
বদলাতে বাধ্য হয়েছি ,
কিন্তু বিশ্বাস করো ,
আমি বদলাতে চায়নি !
কিছু মানুষের -
আচার ,ব্যবহার ,বিশ্বাসে আঘাত ,
পারিপার্শ্বিকতার চাপে -
বদলাতে বাধ্য হয়েছি !
আঘাতের পর আঘাত যখন ,
চরম ক্ষত সৃষ্টি করে !
তখন বিবেকের বিরুদ্ধে যেয়ে -
বদলাতে হয় -
কিছু সম্পর্ক ,কিছু স্নেহ ,ভালোবাসা ,
ভুলে যেতে হয় !
সমাজের কিছু মুখোশধারীদের জন্য -
আমার মত অনেকেই বদলে যায় !
নন্দা 31.3.17 2.30AM
নন্দা মুখার্জী রায় চৌধুরী
আমি বদলে গেছি ,
বদলাতে বাধ্য হয়েছি ,
কিন্তু বিশ্বাস করো ,
আমি বদলাতে চায়নি !
কিছু মানুষের -
আচার ,ব্যবহার ,বিশ্বাসে আঘাত ,
পারিপার্শ্বিকতার চাপে -
বদলাতে বাধ্য হয়েছি !
আঘাতের পর আঘাত যখন ,
চরম ক্ষত সৃষ্টি করে !
তখন বিবেকের বিরুদ্ধে যেয়ে -
বদলাতে হয় -
কিছু সম্পর্ক ,কিছু স্নেহ ,ভালোবাসা ,
ভুলে যেতে হয় !
সমাজের কিছু মুখোশধারীদের জন্য -
আমার মত অনেকেই বদলে যায় !
নন্দা 31.3.17 2.30AM
No comments:
Post a Comment