কেন করো দুস্টুমি
নন্দা মুখার্জী রায় চৌধুরী
শব্দগুলো বড় পাজী ,
আসে ঘুমের ঘোরে ,
দিনের আলো ফুটলে পরে -
উড়ে ফুড়ুৎ কোরে !
কলম নিয়ে বসে থাকি ,
মুখে দিয়ে হাত -
কিছুতেই তারা দেয়না ধরা ,
আমার কি বরাত !
ভাবি বসে হবো কবি ,
লিখবো অনেক কবিতা ,
পড়বে সবাই,জানবে লোকে আমায় -
লেখার শেষে পড়ে দেখি -
লিখেছি আমি যা -তা !
***নন্দা*** 8.4.17 11.15 PM.
নন্দা মুখার্জী রায় চৌধুরী
শব্দগুলো বড় পাজী ,
আসে ঘুমের ঘোরে ,
দিনের আলো ফুটলে পরে -
উড়ে ফুড়ুৎ কোরে !
কলম নিয়ে বসে থাকি ,
মুখে দিয়ে হাত -
কিছুতেই তারা দেয়না ধরা ,
আমার কি বরাত !
ভাবি বসে হবো কবি ,
লিখবো অনেক কবিতা ,
পড়বে সবাই,জানবে লোকে আমায় -
লেখার শেষে পড়ে দেখি -
লিখেছি আমি যা -তা !
***নন্দা*** 8.4.17 11.15 PM.
No comments:
Post a Comment