দাও বিদায়
নন্দা মুখার্জী রায় চৌধুরী
সন্ধ্যা আমার ঘনিয়ে এসেছে ,
যেতে দাও আমায় -
তব আঁখি কেন ছলছল ,
এবার জানাও বিদায় !
যদি কোনো অপরাধ ,
করে থাকি আমি -
ক্ষমা কোরো সবাই ,
দোষে ,গুনে মানুষ আমি ,
মনুষ্য আধারের ঊদ্ধে তো নয় !
থাকবোনা তোমাদের সঙ্গে আমি ,
রইবে অনেক স্মৃতি -
স্মৃতিকে আঁকড়ে কেঁদোনা তোমরা ,
দু'দিন আগে আর পরে ,
যাওয়ায় যে রীতি !
হয়তো কিছুদিন আগেই গেলাম ,
ছিলোনা যাওয়ার ইচ্ছা -
পূরণ হোলোনা অনেক সাধ মোর ,
বিধাতার যে এটাই সদিচ্ছা ।
চোখের জলে ভেসোনা তোমরা ,
ভুলবেনা জানি আমায় ,
অশ্রু কাঁদাবে আমার আত্মা -
এবার দাও বিদায় ।
****#নন্দা#**** 21.4.17 10pm.
নন্দা মুখার্জী রায় চৌধুরী
সন্ধ্যা আমার ঘনিয়ে এসেছে ,
যেতে দাও আমায় -
তব আঁখি কেন ছলছল ,
এবার জানাও বিদায় !
যদি কোনো অপরাধ ,
করে থাকি আমি -
ক্ষমা কোরো সবাই ,
দোষে ,গুনে মানুষ আমি ,
মনুষ্য আধারের ঊদ্ধে তো নয় !
থাকবোনা তোমাদের সঙ্গে আমি ,
রইবে অনেক স্মৃতি -
স্মৃতিকে আঁকড়ে কেঁদোনা তোমরা ,
দু'দিন আগে আর পরে ,
যাওয়ায় যে রীতি !
হয়তো কিছুদিন আগেই গেলাম ,
ছিলোনা যাওয়ার ইচ্ছা -
পূরণ হোলোনা অনেক সাধ মোর ,
বিধাতার যে এটাই সদিচ্ছা ।
চোখের জলে ভেসোনা তোমরা ,
ভুলবেনা জানি আমায় ,
অশ্রু কাঁদাবে আমার আত্মা -
এবার দাও বিদায় ।
****#নন্দা#**** 21.4.17 10pm.
No comments:
Post a Comment