Tuesday, April 11, 2017


সবাই বোকা
          নন্দা মুখার্জী রায় চৌধুরী
নাগরদোলা ছাড়াই আমরা ,
ঘুরছি যেন সবাই ,
ঘুরছি মোরা লাভের আশায় -
পাচ্ছি ঘড়া শুন্যই ।
লোভ ,লালসা ,হিংসা নিয়ে -
মেতে আছি সবাই ,
লাভের গুড় খাবে পিঁপড়েই -
যাবো যখন মারা-ই ।
দেখছি সবাই অন্যের দোষ -
"আমি মহান ব্যক্তি" !
নিজের ঢাক পেটাচ্ছি নিজে ,
বলছি মুখে মহান উক্তি !
 *** নন্দা***  11.4.17  2AM.

No comments:

Post a Comment