Thursday, April 6, 2017


যোগ বিয়োগ
                   নন্দা মুখার্জী রায় চৌধুরী
জীবনের হিসাব মিলছে না আর ,
ভুল হয়ে গেলো সব ,
আঁধারের কাছে নালিশ জানিয়ে ,
বলো কি হবে আর !
 আগুন জ্বললে পরে ,
দেখতে সকলে পায় ,
দহন জ্বালা কি -
বুক চিরে দেখানো যায় ?
জীবন মানে যোগ বিয়োগ শুধু ,
পাওয়া না পাওয়ার হিসাব ,
মনের কথা লিখি খাতার পাতায় ,
মরণের পরে ইতিহাস হবে তা !
***নন্দা***   6.3.17      6.55PM.

No comments:

Post a Comment