কে আমি
নন্দা মুখার্জী রায় চৌধুরী
একা একা কথা বলি ,
আজও আমি মনে মনে -
স্বপ্নের জাল বুনি ,
অনুরাগ ,অভিমান -
আজও দেয় পরশ ,
সবকিছু ফেলে রেখে -
ছুটে যেতে চায় মন ;
ক্ষনিকের তরে ভুলে যাই আমি -
কে আমি? কারা আমার আপন ?
সূর্য বুঝি গেছে অস্ত !
জীবনে এসেছে অবেলা !
ভুলতে আমি পারিনি আজও -
আমার কিশোরী বেলা ।
#নন্দা# 2.5.17
নন্দা মুখার্জী রায় চৌধুরী
একা একা কথা বলি ,
আজও আমি মনে মনে -
স্বপ্নের জাল বুনি ,
অনুরাগ ,অভিমান -
আজও দেয় পরশ ,
সবকিছু ফেলে রেখে -
ছুটে যেতে চায় মন ;
ক্ষনিকের তরে ভুলে যাই আমি -
কে আমি? কারা আমার আপন ?
সূর্য বুঝি গেছে অস্ত !
জীবনে এসেছে অবেলা !
ভুলতে আমি পারিনি আজও -
আমার কিশোরী বেলা ।
#নন্দা# 2.5.17
No comments:
Post a Comment