Sunday, April 2, 2017


আছি থাকবো
         নন্দা মুখার্জী রায় চৌধুরী
বিদায় বেলায় আকুল হয়ে ,
আর কেঁদোনা তুমি ;
আসবো ফিরে কথা দিলাম ,
 থাকবো তোমারই  আমি ।
 যাবার বেলায় একটু হাসো ,
কাছে এসে ভালোবাসো ;
আর থেকোনা দূরে ,
কথা দিলাম আসবো আবার ফিরে ।
পূর্ণিমাতে আকাশেতে,
উঠবে যখন চাঁদ ;
আমার কথা মনে করে ,
কাটিয়োনা বিনিদ্র রাত ।
নন্দা  1.4.17

No comments:

Post a Comment