বড় ক্লান্ত
নন্দা মুখার্জী রায় চৌধুরী
অনেকটা পথ হেঁটেছি ,
আমি বড় ক্লান্ত ;
একটু বিশ্রাম চাই ,
দেবে কি আমায় বিশ্রাম ?
জীবনে অনেক ঠকেছি ,
আর ঠকতে চাইনা ;
একটু বিশ্বাস চাই ,
পারবে কি আমায় দিতে বিশ্বাস ?
অনেক আঘাত পেয়েছি ,
আঘাতে আঘাতে আমি জর্জরিত ;
অপমান ,অপবাদের পাহাড় গড়েছি ,
চাই একটু সম্মান আর নিঃস্বার্থ ভালোবাসা ;
আছে কি তোমাদের কাছে তা ?
অনেক কেঁদেছি -
চাইনা আর কাঁদতে ,
এখন আমি শুধু হাসতে চাই ,
হাসিকে সযতনে নিজের কাছে রাখতে চাই ,
হাসি যে আমার সাথে আড়ি করেছে ,
পারবে কি হাসিকে খুঁজে এনে দিতে ?
***নন্দা*** 30.03.17 12AM
No comments:
Post a Comment