Saturday, April 15, 2017

ভালোবাসায় বাঁচি
      নন্দা মুখার্জী রায় চৌধুরী
পয়লা বৈশাখ নিয়ে এলো ,
নুতন আশা নুতন দিনের গান ,
নিয়ে এলো সে সোনালী ঊষার -
সুখ ,ছন্দ আর আনন্দে ভরা প্রাণ ।
বিগত বছরে হারিয়েছি কিছু প্রিয় মানুষ ,
আরও হারিয়েছি অনেক বন্ধু স্বজন -
নুতন উষা দিতে এলো বিশ্বাস মনে ,
পাবো নূতন করে অনেক আপনজন ।
পুরাতন ,জীর্ণ যা কিছু-
তাকে বিদায় জানাতেই হয় ,
কালের অমোঘ নিয়মের বাইরে কেউ নয় -
মেনে নিয়ে জায়গা ছাড়তেই হয় ।
পয়লা বৈশাখের এই পুণ্য তিথিতে ,
এসো - সকলে করি পণ ,
হিংসা ,বিদ্বেষ ভুলে সকলে ,
ভালোবাসা দিয়ে ভরি অপরের মন ।
***নন্দা***   14.4.15  9.30PM.       দীঘা ....

No comments:

Post a Comment