Saturday, April 8, 2017


যদি সত্যি হত
             নন্দা মুখার্জী রায় চৌধুরী
  আমার হারিয়ে যেতে ইচ্ছা করে ,
  অনেক দূরে নয়,
  তোমার বুকের মাঝে ।
  আমার সাঁতার কাটতে মন চায় ,
  সমুদ্রের উথাল জলে নয় ,
  তোমার হৃদয় সৈকতে ।
  আমার কল্পনার স্বপ্নগুলিকে -
  সত্যি করতে চাই ,
  তোমায় নিয়ে স্বপ্নেগড়া ভালোবাসার নীড়ে  ।
  আমি ভিজতে চাই ,
  বৃষ্টির জলে নয় -
  তোমার ভালোবাসার গভীরতায় ।
  আমি বারবার, শত রূপে শত বার ,
  যুগে যুগে জম্মজমান্তরে -
  তোমাকেই শুধু পেতে চাই ।
 ***নন্দা***      6.2.17         11.55PM.
 

No comments:

Post a Comment