আমি সেই নারী
নন্দা মুখার্জী রায় চৌধুরী
তোমরা আমাকে চেনো কি ?
আমি হলাম সেই নারী !
পথে ,ঘাটে কখনো বা বাড়িতেই ,
কাপুরুষের লোলুপ দৃষ্টির শিকার !
চিনতে পারছো আমাকে ?
দশ মাস ,দশদিন অসহনীয় কষ্ট সয়ে -
প্রসব যন্ত্রনা সহ্য় করে ,
একটি শিশুকে যে পৃথিবীর আলো দেখায় ।
আমি হলাম সেই নারী -
যার মুখের বুলি শুনে শিশুটি কথা শেখে -
যার হাত ধরে ,যার বক্ষ সুধা পান করে ,
সকলে একটি কুড়ি থেকে ফুলে পরিণত হয় !
তবে আজও আমি কেন অবহেলিতা ,অত্যাচারিতা ?
ঘরে,বাইরে গালমন্দ আর কাপুরুষের লোলুপ দৃষ্টির শিকার !
আমি কন্যা ,আমি বধূ ,আমিই মা জননী -
একই অঙ্গে এত রূপ আমার !
আমি ধর্ষিতার মা,আমি ধর্ষকেরই মা-
অকৃতজ্ঞ সমাজ ! উত্তর দাও -
বারবার আমি কেন কাপুরুষের কারনে ধর্ষিতা হই ?
***নন্দা*** 26.4.17 6PM.
No comments:
Post a Comment