মানুষ কত অসহায়
নন্দা মুখার্জী রায় চৌধুরী
অসহায়ের হাহাকার ,
ভেসে আসে বাতাসে -
অন্ধকারে আছে চাপা কান্না !
ফুটপথে হাজার লোকের বিছানা ,
কেউ কারও কথা ভাবেনা !
কালোবাজারিতে ছেয়ে গেছে দেশটা ,
অর্থ আর প্রাচুর্য্যে অন্ধ অনেকেই !
বস্তিতে আছে শুধু ক্ষুদার যন্ত্রনা ,
সময় কখনো থেমে থাকেনা !
ধনীলোকের স্বপ্ন ভাঙ্গে প্রাচুর্য্যে ,
গরীব স্বপন কভু দেখেনা !
অর্থ চালিত করে ভুল পথে মানুষেরে ,
টাকার এভাবে গরীব মরে অনাহারে ।
*** নন্দা*** 6.4.17 3 am.
নন্দা মুখার্জী রায় চৌধুরী
অসহায়ের হাহাকার ,
ভেসে আসে বাতাসে -
অন্ধকারে আছে চাপা কান্না !
ফুটপথে হাজার লোকের বিছানা ,
কেউ কারও কথা ভাবেনা !
কালোবাজারিতে ছেয়ে গেছে দেশটা ,
অর্থ আর প্রাচুর্য্যে অন্ধ অনেকেই !
বস্তিতে আছে শুধু ক্ষুদার যন্ত্রনা ,
সময় কখনো থেমে থাকেনা !
ধনীলোকের স্বপ্ন ভাঙ্গে প্রাচুর্য্যে ,
গরীব স্বপন কভু দেখেনা !
অর্থ চালিত করে ভুল পথে মানুষেরে ,
টাকার এভাবে গরীব মরে অনাহারে ।
*** নন্দা*** 6.4.17 3 am.
No comments:
Post a Comment