কবিতা চোরেরা সাবধান
নন্দা মুখার্জী রায় চৌধুরী
মাঝে মাঝে চুরি হয় ,
ফেসবুকের কবিতা ,
বোকা চোর ধরা পরে ,
লজ্জায় পড়েনা !
চুরি করে কবি হওয়া যায়না ,
জানে না তারা তা !
ওগো চোর মহারাজ !
শুন দিয়ে মন ,
কবি শুধু টাইম লাইনেই পোস্ট নয় ,
অনেক গ্র্রুপ ,নিজ পেজ -
এ যে তার কাছে অমূল্য ধন ।
যদি তুমি করো ব্লক ,
আমার প্রোফাইল নামটি দিয়ে ,
অনেক বন্ধু জানাবে আমায় ,
কটূক্তি করবে তোমায় নিয়ে !
ব্লকড হয়ে আছি -
পাবোনা চুরিকরা কবিতা ,
আর তোমার ছবি ,
বন্ধুরা পাঠাবে আমায় ,
হে চোর কবি !
আমি দেবো পোস্ট তখন ,
তোমায় নিয়ে -
হেট্ হবে মাথা তোমার !
লুকাবে কোথায় গিয়ে ?
নন্দা 30.3.17 3PM.
নন্দা মুখার্জী রায় চৌধুরী
মাঝে মাঝে চুরি হয় ,
ফেসবুকের কবিতা ,
বোকা চোর ধরা পরে ,
লজ্জায় পড়েনা !
চুরি করে কবি হওয়া যায়না ,
জানে না তারা তা !
ওগো চোর মহারাজ !
শুন দিয়ে মন ,
কবি শুধু টাইম লাইনেই পোস্ট নয় ,
অনেক গ্র্রুপ ,নিজ পেজ -
এ যে তার কাছে অমূল্য ধন ।
যদি তুমি করো ব্লক ,
আমার প্রোফাইল নামটি দিয়ে ,
অনেক বন্ধু জানাবে আমায় ,
কটূক্তি করবে তোমায় নিয়ে !
ব্লকড হয়ে আছি -
পাবোনা চুরিকরা কবিতা ,
আর তোমার ছবি ,
বন্ধুরা পাঠাবে আমায় ,
হে চোর কবি !
আমি দেবো পোস্ট তখন ,
তোমায় নিয়ে -
হেট্ হবে মাথা তোমার !
লুকাবে কোথায় গিয়ে ?
নন্দা 30.3.17 3PM.
No comments:
Post a Comment