"তোমাদের জন্য" ( নন্দা মুখার্জী রায় চৌধুরী ) ^^^^^^^^^^^ ছেলেকে ঘুম পাড়াতে পাড়াতে বার বার ঘড়ির কাটার দিকে চাইছে সুমিতা | আজ রাহুল বলে গেছিলো সন্ধ্যাতেই ফিরে আসে ফ্ল্যাটের শেষ কিস্তির টাকাটা দিয়ে দলিলটা নিয়ে আসবে | কিন্তু রাত বারোটা হতে চললো এখনো রাহুল ফিরলো না দেখে সুমিতা খুব চিন্তায় পরে গেলো | হঠ্যাৎ কলিং বেলের আওয়াজ | সুমিতা দৌড়ে যেয়ে দরজা খুলে দেখে রাহুল দাঁড়িয়ে কিন্তু তার সর্বশরীর রক্তে ভেসে যাচ্ছে | সুমিতা দেখতে পেয়ে চিৎকার করে উঠলো , --কি হয়েছে তোমার ? এ কথার উত্তর না দিয়ে রাহুল তাকে বললো , --তুমি টাকাটা দাও | আজ ফ্ল্যাটের শেষ কিস্তির টাকাটা দিয়ে দলিলটা নিয়ে আসি | এর পর আর সময় পাবো না | --কিন্তু এত রাতে এই অবস্থায় - তোমার কি হয়েছে বোলো ? -- সব শুনতে পাবে | আগে টাকাটা নিয়ে আসো | কিংকর্তব্যবিমূড় সুমিতা আলমারি খুলে টাকাটা নিয়ে গেলো কিন্তু রাহুল হাতে হাতে নিলো না | -- নীচুতে রাখো আর একটা প্লাস্টিক ব্যাগ নিয়ে এসো | হাতে রক্ত লেগে আছে টাকার গায়ে লেগে যাবে | সুমিতা টাকাটা নীচুতে রেখে ঘরে গেলো প্লাস্টিক আনতে | ফিরে যেয়ে দেখে টাকা নিয়ে রাহুল বেড়িয়ে গেছে | সুমিতা ভাবতে লাগলো তাহলে রাহুল প্লাস্টিক আনতে কেন বললো ? ভাবতে ভাবতে ফ্ল্যাটের ব্যালকনিতে এসে দাঁড়ালো | তিনতলা ফ্ল্যাটের এতগুলি সিঁড়ি ভেঙ্গে নামতে নিশ্চয়ই তার অনেক সময় লাগবে | কিন্তু ব্যালকনিতে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও সে রাহুলকে দেখতে পেলো না |সারারাত উৎকণ্ঠা আর দুঃচিন্তা করতে করতে ভোরের দিকে সুমিতার চোখ দু'টি ঘুমে জড়িয়ে আসলো | বেলের আওয়াজ পেয়ে রাহুল এসছে ভেবে ছুটে যেয়ে দরজা খুললো | কিন্তু না , তার রাহুল আসেনি | তার ফ্ল্যাটের আশেপাশের কিছু লোকজনকে দেখে সে জানতে চাইলো , -- কি ব্যাপার ? এত ভোরে আপনারা সবাই ? --আপনি কিছু জানেন না ?কিছু শোনেননি এখনো ? --আমি তো কিছুই বুঝতে পারছি না , আপনারা কি বলছেন ? এক প্রতিবেশিনী সুমিতার দরজার সামনে পড়ে থাকা পেপারটা হাতে ধরিয়ে বলে ,"প্রথম পাতাতেই আছে |"সুমিতা কাগজটা নিয়ে তাড়াহুড়ো করে প্রথম পাতায় চোখ রাখে - "তরুণ ট্রাফিক সার্জন রাহুল মজুমদারের অকাল মৃত্যু"-- এক নিঃশ্বাসে পুরো খবরটা সুমিতা পড়ে | সেদিন রাহুলের ডবল ডিউটি ছিল | একটা শেষ করে অন্যকে কাজ বুঝিয়ে দিয়ে ব্যক্তিগত কাজের জন্য দ্বিতীয় শিফটে ছুটি নিয়ে বাড়ি ফিরছিলো | কাজের তাড়ার কারণে সে ট্রাফিক সিগন্যাল ছাড়াই শহরের ব্যস্ততম রাস্তা কার্জন পার্কের কাছ থেকে দৌড়ে পাড় হতে গিয়ে বিকাল পাঁচটার সময় এক্সসিডেন্ট করে এবং ঘটনাস্থলেই মারা যান | পড়তে পড়তে সুমিতা জ্ঞান হারায় | সকলের চেষ্টায় যখন তার জ্ঞান ফেরে তখন প্রতিবেশী এক ভদ্রলোক প্লাস্টিকের কাগজে মোড়া একটি ব্যাগ এগিয়ে দেন তার দিকে | সুমিতা ব্যাগটি দেখে চমকে ওঠে | এই ব্যাগটিই তো কাল রাতে ঘরে ঢুকে রাহুল বলাতে সে নিতে এসছিল | হঠ্যাৎ তার মনে পড়ে যখন ব্যালকনিতে দাঁড়িয়ে সে রাহুলকে দেখার চেষ্টা করছিলো তখন হাতের থেকে প্লাস্টিক ব্যাগটা পড়ে গেছিলো | ভদ্রলোককে জিজ্ঞেস করে , --কোথায় পেলেন আপনি এটা ? --আপনাদের লেটার বক্সে ছিলো | সুমিতা খুলে দেখে ফ্ল্যাটের দলিল | বিড়বিড় করে বলতে থাকে ," রাহুল ঈশ্বর তোমাকে আমাদের কাছ থেকে কেড়ে নিলেন কিন্তু তুমি আমাদের মাথার উপর ছাদ টুকু কাউকেই কাড়তে দিলে না | শেষ মুহূর্তেও তুমি সেটা রক্ষা করেই গেলে |" """"""""""""" নন্দা 28.9.16 9-30PM.
No comments:
Post a Comment