Thursday, October 27, 2016

"আকুতি" ( নন্দা মুখার্জী রায় চৌধুরী )
++++++++++++++
বাবা ছেড়ে গেছেন ,
বহু আগে তাদের ,
মা-ই ছিলেন শুধু ভরসা ,
মৃত্যুর কোলে শায়িত তিনি ,
ছেলের চোখে নামে বরষা |
মা কেঁদে বলে ,"খোকারে আমার -
থাকিস ভালোভাবে ,
ঘরের তাকে রেখেছি তুলে ,
নারকেলের নাড়ু আর মোয়া বেঁধে |

জামা , প্যান্ট তোর কেঁচে রেখেছি ,
মাটির বড় জালাতে ওই ,
আমি চলে গেলে পৃথিবীতে তোর
থাকবে নাতো কেউ |"
কথা নেই কিছু ছেলের মুখে ,
চুপটি করে আছে পড়ে মায়ের বুকে ,
একটু একটু করে নিঃশ্বাস মায়ের ,
বন্ধ হবার পথে ,
ছেলে ভাবে মনে মনে ,
"ভগবান তুমি এত নিষ্ঠুর কেন ?
জম্মের পরেই বাবাকে নিলে ,
এখন মাকে কেন টানো ?
মায়ের সাথে আমাকেও নাও ,
বাঁচতে আমি চাই না ,
মা ছাড়া আমার ভুবন আঁধার ,
আমি যে আঁধারে পথ চিনি না |"
নন্দা   26.10.16  2AM.

No comments:

Post a Comment