Sunday, October 2, 2016

"তোমাকেই চাই"  ( নন্দা মুখার্জী রায় চৌধুরী )
হাতের কঙ্কন বাজে রিনিঝিনি -
মন বলে মোর তোমাকেই শুধু চিনি -
জানি জানি প্রিয় তুমি আসবে -
কানে কানে মোর ভালোবাসার কথা বলবে |
চোখ দু'টি খোঁজে ওই মুখখানি -
কান দু'টি সজাগ শুনতে তব পদধ্বনি -
ঠোঁট দু'টি মোর থর থর কাপে -
তোমারই পরশের লাগে |
জুঁই ফুলে মোর কবরী বেঁধেছি _
ভালোবাসো তুমি তাই -
ডাগর চোখে কাজল এঁকেছি -
শুধু তোমারই পরশ পেতে চাই |
শিহরিত বুক কাঁপে ঘন ঘন -
পথ চেয়ে বসে আছি -
তাড়াতাড়ি এসে দু'বাহুতে জড়িয়ে বলো -
"শুধু তোমাকেই ভালোবাসি" |
--------------
নন্দা   26.9.16  2AM.

No comments:

Post a Comment