"ভালোবাসার বেদনা"
( নন্দা মুখার্জী রায় চৌধুরী )
অনেক আশার স্বপ্ন আমার ,
ভেঙ্গে হোলো চুড়মার -
মনের দামটি দিলে না তুমি ,
পথ হারিয়ে গেলো যে আমার |
ভালোবাসার মায়ায় আমায় ,
জড়িয়ে কেনো ছিলে ?
স্বপ্ন ভরা বাসর আমার ,
ভেঙ্গে কেন দিলে ?
ভালোবাসার অপর নাম ,
শিখিয়ে দিলে বেদনা -
আমার মনটি স্বপ্নে রাঙিয়ে ,
করলে শুধুই ছলনা |
নন্দা 15.10.16 1AM.
No comments:
Post a Comment