আমার গান :-
সখা,আমি বসে একা -
কবে পাবো তব- দেখা ,
ভালোবাসায় দেবে ভরিয়ে ,
দু'হাত বাড়িয়ে কাছে টেনে নেবে ,
সব বেদনা দেবে ভুলিয়ে |
কতজনে বলে, ভালোবাসি ভালো-বাসি -
আমি পাই খুঁজে, শুধু লালসা ..
পেতে চাই আমি- তব দুটি চোখে ,
অহংকারে ভরা ভালোবাসা -
জানি সখা জানি ,
হবে না দেখা কভু -
এ জীবনে তোমার আমার -
তবু ছলনায় আমি ;ভুলিয়ে রাখবো মন -
সত্যিকারের প্রেমেরই আশায় ,
তোমার বিহনে কাটবে জীবন মোর ,
যতদিন বাঁচবো এই ভুবনে |
নন্দা 27.2.16
সখা,আমি বসে একা -
কবে পাবো তব- দেখা ,
ভালোবাসায় দেবে ভরিয়ে ,
দু'হাত বাড়িয়ে কাছে টেনে নেবে ,
সব বেদনা দেবে ভুলিয়ে |
কতজনে বলে, ভালোবাসি ভালো-বাসি -
আমি পাই খুঁজে, শুধু লালসা ..
পেতে চাই আমি- তব দুটি চোখে ,
অহংকারে ভরা ভালোবাসা -
জানি সখা জানি ,
হবে না দেখা কভু -
এ জীবনে তোমার আমার -
তবু ছলনায় আমি ;ভুলিয়ে রাখবো মন -
সত্যিকারের প্রেমেরই আশায় ,
তোমার বিহনে কাটবে জীবন মোর ,
যতদিন বাঁচবো এই ভুবনে |
নন্দা 27.2.16
No comments:
Post a Comment