'অঙ্গার' ( নন্দা মুখার্জী রায় চৌধুরী )
""""""""""
তোমার বিহনে পুড়ে পুড়ে আমি ,
হয়েছি যে অঙ্গার -
কখনো তুমি চাওনি জানতে ,
কি ব্যথা লুকানো বুকে যে আমার |
তোমার তরেতে গাঁথা বকুলের মালা ,
শুকিয়ে গেছে যে হায় !
সুবাস তার হারায়নি আজও -
তোমার ভালোবাসার গন্ধ যে ,
আজও সে আমায় বিলায় |
নন্দা 22.9.16 9-30pm.
""""""""""
তোমার বিহনে পুড়ে পুড়ে আমি ,
হয়েছি যে অঙ্গার -
কখনো তুমি চাওনি জানতে ,
কি ব্যথা লুকানো বুকে যে আমার |
তোমার তরেতে গাঁথা বকুলের মালা ,
শুকিয়ে গেছে যে হায় !
সুবাস তার হারায়নি আজও -
তোমার ভালোবাসার গন্ধ যে ,
আজও সে আমায় বিলায় |
নন্দা 22.9.16 9-30pm.
No comments:
Post a Comment