"খোকা ও পাখির সংলাপ"
(নন্দা মুখার্জী রায় চৌধুরী )
খোকা -- ছোট্ট পাখি খাঁচার ভিতর ,
কেনো ঝাঁপটাস তোর ডানা ,
কত সুখে রেখেছি তোকে ,
শুধু উড়াই তোর মানা |
পাখি ---এ সুখ আমি চাই না খোকা ,
ছেড়ে আমায় দাও ;
উড়বো আমি মনের সুখে ,
আমায় স্বাধীন হতে দাও |
খোকা --কেন পাখি ?তোমায় আমি ,
রোজ খেতে দেই সকাল বিকাল ,
বাইরে আছে অনেক পাখি ,
খাবারের যে বড়োই আকাল |
পাখি ---আমরা হলাম ছোট্ট জীব ,
একটু পেলেই খুশি ,
ভাগ করে খাই সবাই মিলে ,
চাইনা কেউ একটুও যে বেশি |
তোমরা হলে শ্রেষ্ঠ জীব ,
তোমাদের চাই অনেক -
আমরা থাকি মিলে মিশেই ,
গাছের একটি ডালেই |
দাওনা আমায় ছেড়ে খোকা ,
শুধু উড়তে আমি চাই -
যতই থাকুক খাবার কাছে ,
বদ্ধ খাঁচায় সুখ মোটে নাই |
নন্দা 25.10.16 4pm.
No comments:
Post a Comment