Monday, October 24, 2016

"চিরকুট' 
                     নন্দা মুখার্জী রায় চৌধুরী

তুমি আমার স্বপ্নের সারথি হবে ?
তোমার সাথে পাড়ি দেবো জীবনসাগর ,
তুমি আমার আশার কুঁড়ি হবে ?
সে কুড়ি আমরা দু'জনে মিলে ফুঁটিয়ে রাখবো আজীবন -
হবে কি তুমি আমার বিশ্বাস ?
চোখ বন্ধ করে -
যার হাত ধরে আমি সারাটা জীবন চলতে পারবো |
নন্দা   21.10.16   1-30 AM.

No comments:

Post a Comment