Saturday, October 8, 2016

"অবাক শহর" ( নন্দা মুখার্জী রায় চৌধুরী )
.....................
সোঁদা মাটির গন্ধ ছেড়ে -  
   যেদিন আমি কোলকাতে এলাম -
গগনচুম্বি অট্টালিকার মাঝে -
   গরীবের রক্তের দাগ আমি দেখেছিলাম |
কাজের আশায় অফিসের -
    দ্বারে দ্বারে ঘুরে বুঝেছিলাম -
মানুষের মনটা এখানে নরম নয় -
    ইস্পাত কঠিন পাথরের মন এদের |
ভালোবাসা বলতে বোঝে দামি গাড়ি ,বাড়ি ;
    এদের কাছে বাবা ,মা জঞ্জাল স্বরূপ |
টাকা দিয়ে রাখে তাদের অন্যখানে ,
   সন্তান হয়ে পরিচয় দিতে লজ্জা পায় -
কথা দিয়ে কথা কেউ রাখে না ,
    কেউ কারও সম্মানের দাম দেয় না -
সব মানুষগুলি কেমন যেন বহুরূপী -
  স্বার্থ ছাড়া কেউ কিছু বোঝে না ,
রাস্তা-ঘাটে নারী শুধু অসহায় ,
    মানবরূপী দানবগুলির স্বীকার হয় ,
বিচারের নামে চলে শুধু প্রহসন ,
    যার যত টাকা আছে -
সেই শুধু পায় বড় আসন |

নন্দা   29.03.16   8PM.

No comments:

Post a Comment