"বুঝবে সেদিন" ( নন্দা মুখার্জী রায় চৌধুরী )
{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}
আঘাত দেওয়া স্মৃতিগুলি -
বুকের মাঝে নিয়ে -
পাহাড় ,সাগর ,মরুভুমি -
একাই বেড়াবে বয়ে |
চোখের জলে ভিজবে রুমাল -
ভুলবে নাওয়া খাওয়া -
বুঝবে তখন তুমি সেদিন -
ভালোবাসার দহন জ্বালা |
যতই তুমি খোঁজো আমায় -
পাবে না আর দেখা -
চোখের জলে ভিজিয়ে বালিশ -
বুঝবে - জীবন তোমার ফাঁকা |
"নন্দা" 25.8.16 10PM.
{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}{}
আঘাত দেওয়া স্মৃতিগুলি -
বুকের মাঝে নিয়ে -
পাহাড় ,সাগর ,মরুভুমি -
একাই বেড়াবে বয়ে |
চোখের জলে ভিজবে রুমাল -
ভুলবে নাওয়া খাওয়া -
বুঝবে তখন তুমি সেদিন -
ভালোবাসার দহন জ্বালা |
যতই তুমি খোঁজো আমায় -
পাবে না আর দেখা -
চোখের জলে ভিজিয়ে বালিশ -
বুঝবে - জীবন তোমার ফাঁকা |
"নন্দা" 25.8.16 10PM.
No comments:
Post a Comment