Thursday, October 13, 2016

"কত স্বপ্ন ভেঙ্গে যায়"  (নন্দা মুখার্জী রায় চৌধুরী )
+++++++++++
বাতাসের বুক চিরে -
    হাহাকার আজিকে -
অত্যাচারিতের  পাশে কেউ  নেই -
    চারিদিকে অন্ধকার কোথাও আলো নেই -
কালোমেঘ ছেঁয়ে রেখেছে আকাশকে |
ভালোবাসা দিয়ে গড়া ছোট্ট সংসার -
    মাতাল স্বামীর কাছে মেনেছে পরাজয় -
সুখে ,দুখে পাশে থাকার অঙ্গীকার -
    নেশার কাছে মানে সব হার |
কত স্বপ্ন ভেঙ্গে যায় -
    নেশা করার আনন্দেতে -
কেউ তার কোনো খবর রাখে না |
    মিতাহীন হয়ে পড়ে কত বাপ্ ও মায় -
বোন হারা কত ভাই অসহায় |
    প্রিয়জন হারানোর যন্ত্রণার ঢেউগুলি -
আমরণ আর যে থামে না ;
    বিচারের নামে চলে শুধু যেন প্রহসন ,
সুবিচার আজ আর মেলে না !!
নন্দা   13.10.16   9pm.

No comments:

Post a Comment