Wednesday, October 5, 2016

"জীবন নিয়ে খেলা"  (নন্দা মুখার্জী রায় চৌধুরী )
-------------
জীবনের কিছু পরাজয় -
 মেনে নিতে হয় -
আশায় আশায় দিন চলে যায় -
কিছু আশা অপূর্ণই থেকে যায় |
ভালোবাসা ,স্বপ্ন দেখা -
কিছু পাওয়া ,কিছুটা বা না পাওয়া -
এ ভাবেই ভেসে চলে জীবনতরী -
রোগ ,যন্ত্রনা ,দুঃখ সুখে -
চেষ্টা করি থাকতে পরম সুখে |
হঠ্যাৎ আসা ঝোড়ো হাওয়ায় -
মাঝে মাঝে থমকে দাঁড়ায় -
বাঁচার জন্য শুধুই লড়াই -
মিছেই মোদের অহং-কারের বড়াই |

নন্দা 4.10.16   9-30PM.

No comments:

Post a Comment