Friday, September 30, 2016

"মাতৃ বন্দনা"  ( নন্দা মুখার্জী রায় চৌধুরী )
মহালয়ার এই পূর্ণ প্রভাতে -
আনন্দে নেচেছে মন -
শিউলিফুলের গন্ধে মাতাল -
হয়েছে আজ ত্রিভুবন |
পৃথিবীর এই দুর্যোগ ক্ষনে -
মত্যে আসছেন মা -
অসুররূপী জঙ্গিদের তুমি -
কিছুতেই ছেড়ো না |
দেবতাদের তুমি দিয়েছিলে সুখ -
অসুর বিনাশ করে -
মত্যে এবার হোক তোমার বন্দনা -
জঙ্গি দমন করে |
.......
নন্দা   30.9.16  1-30AM.

No comments:

Post a Comment