Sunday, October 2, 2016


"খুশি শুধু খুশি"  ( নন্দা মুখার্জী রায় চৌধুরী )

সন্ধ্যা বেলায় সাঁঝের আকাশ ,
বললো আমায় ডেকে ,
ওই দেখনা   ফুটেছে শিউলি ,
আননা পেড়ে গাছ থেকে |
শিউলি বলে আমায় তুলে ,
দিও মায়ের চরণ তলে ,
ধন্য হবে জীবন আমার ,
গেলে মায়ের পদ  তলে |
আকাশ আমায় আবার বলে ,
জোস্না ভরা রাতে ,
কাশফুলগুলো নাচছে দেখো ,
তুলে এনো কাল প্রভাতে |
আসছে পুজো ,বাজছে ঢাক ,
মন সকলের খুশিতেই ভরে থাক,
রোগ,যন্ত্রনা, দুঃখ ব্যথা ,
সারাবছরই সাথী ,
এগুলি সব ভুলে যেয়ে ,
এ কটাদিন  খুশিতেই মেতে থাকি |
নন্দা  2.10.16  2am.

No comments:

Post a Comment