"মিছে নয়" (নন্দা মুখার্জী রায় চৌধুরী )
.............
রাতের আঁধারে একা একা বসে -
ভাবি কত কথা -
ফেলে আসা দিনের -
স্মৃতিগুলি মনে হলে -
প্রাণে জাগে কত ব্যথা |
বকুলের মালা গেছে শুকিয়ে -
তবু আছে গন্ধ তাতে -
ভালোবাসার মালা ঝরে গেছে -
কথাগুলো হয়েছে মিছে |
ফুলে ভরা ছিলো বাসর আমার -
ভেঙ্গে চুড়ে হোলো চুরমার -
কি যে অপরাধ জানিনা আমি -
স্বপন ভেঙ্গে হোলো খানখান |
আজও আশা জাগে মম প্রাণে -
হয়তো ফিরবে তুমি -
ভালোবাসা মোর ছিলোনা মিছে -
কি করে বোঝাবো আমি ?
নন্দা 26.9.16 1-30AM.
.............
রাতের আঁধারে একা একা বসে -
ভাবি কত কথা -
ফেলে আসা দিনের -
স্মৃতিগুলি মনে হলে -
প্রাণে জাগে কত ব্যথা |
বকুলের মালা গেছে শুকিয়ে -
তবু আছে গন্ধ তাতে -
ভালোবাসার মালা ঝরে গেছে -
কথাগুলো হয়েছে মিছে |
ফুলে ভরা ছিলো বাসর আমার -
ভেঙ্গে চুড়ে হোলো চুরমার -
কি যে অপরাধ জানিনা আমি -
স্বপন ভেঙ্গে হোলো খানখান |
আজও আশা জাগে মম প্রাণে -
হয়তো ফিরবে তুমি -
ভালোবাসা মোর ছিলোনা মিছে -
কি করে বোঝাবো আমি ?
নন্দা 26.9.16 1-30AM.
No comments:
Post a Comment