Thursday, October 20, 2016


"জীবন নাটক"  ( নন্দা মুখার্জী রায় চৌধুরী )
~~~~~~~~~~~~~~~~~
জীবনের কিছু স্বপ্ন ,
  সমুদ্রের স্রোতের মত ভেসে যায় -
আর কিছু তার পূর্ণতা পায় |
কিছু সম্পর্ক বেঁচে থাকার তাগিদে ,
 মেনে নিতে হয় -
আর কিছু সম্পর্ক -
 মন না চাইলেও ভেঙ্গে দিতে হয় |
জীবনের খেলাঘরটা যোগ বিয়োগের রঙ্গমঞ্চ -
এখানে গুণ আর ভাগ বলে কিছু নেই ,
নাটকের এক একটি অংশ ,
দিনের এক একটি ঘটনা ,
মৃত্যুই জীবন নাটকের শেষ অঙ্ক |
নন্দা   19.10.16   12-15AM.

No comments:

Post a Comment