Tuesday, October 18, 2016

"হৃদয়ের ক্যানভাস" ( নন্দা মুখার্জী রায় চৌধুরী )
................
মনের মাঝের  স্বপ্ন নিয়ে ,
 রং তুলি ছাড়া এঁকেছি অনেক ছবি ;
ক্যানভাস সেখানে হৃদয় আমার ,
মনে মনে আমি হয়েছি শিল্পী বুঝি !
শিল্পীর ছবি বিকোয় চড়া দামে -
চাইনা আমি স্বপ্নের ছবি বেঁচতে ,
যাকে নিয়ে আমি রচেছি স্বপ্ন ;
দিতে চাই শুধুই যে তাকে |
জগৎ জানবেনা আমার রচনা ,
 জানবে শুধুই একজনা ,
আজও তাকে আমি খুঁজে খুঁজে ফিরি ;
জানিনা এখনো আমি তার ঠিকানা |
নন্দা
17.10.16  10-30pm.

No comments:

Post a Comment