'নীরব কেন তুই' ( নন্দা মুখার্জী রায় চৌধুরী )
আর থাকিস না নীরব তুই -
মুখর হ এবার ,
তোর নীরবতায় আমার স্বপ্ন সব ,
ভেঙে -হবে যে চুড়মার |
আর থাকিস না শান্ত তুই ,
উচ্ছাস হ এবার -
তোর শান্ত স্বভাব ;
উঠবে আমার জীবনে যে ঝড় ,
আর ফেলিস না চোখের জল তুই ,
তাকাস না আর ডাইনে বায় ,
বুক ফুলিয়ে সামনে তাঁকিয়ে -
বলনা তুই -"ভালো-বাসিস আমায় |
নন্দা 17.1.14
আর থাকিস না নীরব তুই -
মুখর হ এবার ,
তোর নীরবতায় আমার স্বপ্ন সব ,
ভেঙে -হবে যে চুড়মার |
আর থাকিস না শান্ত তুই ,
উচ্ছাস হ এবার -
তোর শান্ত স্বভাব ;
উঠবে আমার জীবনে যে ঝড় ,
আর ফেলিস না চোখের জল তুই ,
তাকাস না আর ডাইনে বায় ,
বুক ফুলিয়ে সামনে তাঁকিয়ে -
বলনা তুই -"ভালো-বাসিস আমায় |
নন্দা 17.1.14
No comments:
Post a Comment