"কেন ডাক আমায়" ( নন্দা মুখার্জী রায় চৌধুরী )
.............................
স্বপ্ন রাতে ডাকে আমায় -
আয়রে চলে আয় ;
ফেলে আসা দিনগুলিতে -
চলনা চলে যাই |
সেথায় বিকাল হলে ছুটাছুটি ,
টিফিন বেলায় হুটোপুটি ,
ছুটির ঘন্টা পড়ার আগেই -
বোগলে নিয়ে বই ;
এদিক ওদিক তাঁকিয়ে খুঁজি ,
প্রিয় বন্ধুটি কই ?
ছুটির দিনে পুকুরেতে সাঁতার কাটা -
শাপলা তুলে জড়ো করা ,
হাঁসের সাথে পাল্লা দিয়ে ;
ডুব সাঁতারে পুকুর পাড় |
ধানি জমির আলটি বেয়ে -
অনেক দূরে হেঁটে যাওয়া ,
হাঁটতে হাঁটতে নীচু হয়ে ,
দুস্টুমিতে অন্যের জমির -
সিম আর কড়াই তোলা |
দিনগুলি সব ফেলে এসে -
হয়ে গেছি আজ যে বড় ,
স্বপন মাঝেই আসে তারা ;
বাস্তবেতে দেয়না ধরা |
নন্দা 12.10.16. 10-30PM.
.............................
স্বপ্ন রাতে ডাকে আমায় -
আয়রে চলে আয় ;
ফেলে আসা দিনগুলিতে -
চলনা চলে যাই |
সেথায় বিকাল হলে ছুটাছুটি ,
টিফিন বেলায় হুটোপুটি ,
ছুটির ঘন্টা পড়ার আগেই -
বোগলে নিয়ে বই ;
এদিক ওদিক তাঁকিয়ে খুঁজি ,
প্রিয় বন্ধুটি কই ?
ছুটির দিনে পুকুরেতে সাঁতার কাটা -
শাপলা তুলে জড়ো করা ,
হাঁসের সাথে পাল্লা দিয়ে ;
ডুব সাঁতারে পুকুর পাড় |
ধানি জমির আলটি বেয়ে -
অনেক দূরে হেঁটে যাওয়া ,
হাঁটতে হাঁটতে নীচু হয়ে ,
দুস্টুমিতে অন্যের জমির -
সিম আর কড়াই তোলা |
দিনগুলি সব ফেলে এসে -
হয়ে গেছি আজ যে বড় ,
স্বপন মাঝেই আসে তারা ;
বাস্তবেতে দেয়না ধরা |
নন্দা 12.10.16. 10-30PM.
No comments:
Post a Comment