"ভাবনার ফসল" (নন্দা মুখার্জী রায় চৌধুরী )
**********
ভাবনার ফসলগুলো হয়ে যায় এলোমেলো -
পায় না খুঁজে তারা ঠিকানা -
জীবন যুদ্ধের হার জিতের খেলায় -
হেরে গেলে মন ভরে যায় বেদনায় ;
অমানিশার পরে আসে পূর্ণিমার চাঁদ -
সকলে কেন তবে ভুলে যাই ,
আঘাতের বিনিময়ে আঘাত দেওয়া -
হয়ে গেছে আজ যেন রীতি হায় !
আঘাতের বিনিময়ে কাছে যদি টানো তাকে ,
ভালোবাসা পেলে দেখো ভালো মানুষ হবে সে |
নীচে যাকে ফেলছো আজ তুমি ,
কালকে সে টেনে নামবে তোমাকেই |
কিছু স্বার্থ ত্যাগ করে বাঁচা যদি যায় তবে -
সকলকে ভালোবেসে সুখী হবে তুমিই ভবে ;
সুখ পাখি ,সুখ পাখি করে যে সকলে ,
ধরা দেবে তখন সে নিজে থেকে |
নন্দা 14.10.16 2am.
**********
ভাবনার ফসলগুলো হয়ে যায় এলোমেলো -
পায় না খুঁজে তারা ঠিকানা -
জীবন যুদ্ধের হার জিতের খেলায় -
হেরে গেলে মন ভরে যায় বেদনায় ;
অমানিশার পরে আসে পূর্ণিমার চাঁদ -
সকলে কেন তবে ভুলে যাই ,
আঘাতের বিনিময়ে আঘাত দেওয়া -
হয়ে গেছে আজ যেন রীতি হায় !
আঘাতের বিনিময়ে কাছে যদি টানো তাকে ,
ভালোবাসা পেলে দেখো ভালো মানুষ হবে সে |
নীচে যাকে ফেলছো আজ তুমি ,
কালকে সে টেনে নামবে তোমাকেই |
কিছু স্বার্থ ত্যাগ করে বাঁচা যদি যায় তবে -
সকলকে ভালোবেসে সুখী হবে তুমিই ভবে ;
সুখ পাখি ,সুখ পাখি করে যে সকলে ,
ধরা দেবে তখন সে নিজে থেকে |
নন্দা 14.10.16 2am.
No comments:
Post a Comment