'কেবল আমার' ( নন্দা মুখার্জী রায় চৌধুরী )
-------------------------
এক আকাশের নীচে ,
থাকি আমরা সবাই ,
রাখিনাতো খোঁজ ,
কি ভাবে চলে পরস্পরের রোজ |
একের কষ্টে অন্য়ে কাঁদি ,
কখনো বা তা দেখে হাসি ,
বিপদে পড়লে নিজের পিঠ বাঁচাতে ,
যে যার মতই শুধু সরে পড়ি |
মানুষ আমরা খাতায় কলমে ,
সংবিধানে আছে অধিকার ,
নেই কারও মান, নেই কারও হুস ,
সব কিছুই কেবল-'আমার আমার'|
নন্দা 18.10.16.
No comments:
Post a Comment