"কেনো গো কাঁদো" ( নন্দা মুখার্জী রায় চৌধুরী )
====================
হরিণ নয়না চোখ দু'টিতে ,
অশ্রু কেনো ঝরে ?
বলোগো তোমায় দিলো কে আঘাত ?
কাঁদছো কেন এমন করে ?
ও চোখে যখন ঝরে জল ,
বুকেতে আমার উঠে ঝড় ,
সে ঝড় থামাতে তুমিই পারো ;
মুখে একটুখানি হাসি ধরো |
হাসিতে তোমার মুক্ত ঝরে ,
সে হাসি আমায় পাগল করে ,
আমি হতে চাই-তোমার চোখে পাগল ,
মানায় না ঐ চোখেতে একটুও যে জল |
নন্দা 02.10.16 1-45am.
====================
হরিণ নয়না চোখ দু'টিতে ,
অশ্রু কেনো ঝরে ?
বলোগো তোমায় দিলো কে আঘাত ?
কাঁদছো কেন এমন করে ?
ও চোখে যখন ঝরে জল ,
বুকেতে আমার উঠে ঝড় ,
সে ঝড় থামাতে তুমিই পারো ;
মুখে একটুখানি হাসি ধরো |
হাসিতে তোমার মুক্ত ঝরে ,
সে হাসি আমায় পাগল করে ,
আমি হতে চাই-তোমার চোখে পাগল ,
মানায় না ঐ চোখেতে একটুও যে জল |
নন্দা 02.10.16 1-45am.
No comments:
Post a Comment